কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৫৬. সুন্নাত পড়া অবস্থায় ফজরের জামাআতের ইকামাত দিয়ে দিলে কি করব?
সুন্নাত ছেড়ে দিয়ে জামাআতে শরীক হয়ে যাবে। কেননা, রাসূলুল্লাহ (স) বলেছেন, ইকামাত হয়ে গেলে ফরজ ছাড়া আর কোন নামায পড়া যাবে না। (মুসলিম) হানাফী ইমাম মুহাম্মাদ (রহ.)-এরও একই অভিমত (মাবসূত)। রাসূলুল্লাহ (স) বলেছেন,
“যখন জামায়াতের ইকামাত হয়ে যায়, তখন ফরয নামায ব্যতীত আর কোন নামায নেই।” (মুসলিম: ৭১০)