কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
কাতার সংক্রান্ত বিবিধ মাসাইল
(ক) মুক্তাদির লেভেল থেকে ইমাম উঁচু জায়গায় দাঁড়াবে না। রাসূলুল্লাহ (স.) এরূপ দাঁড়াতে নিষেধ করেছেন। (আবু দাউদ: ৫৯৭) বিপরীতে মুক্তাদিগণ ইমামের চেয়ে উঁচু জায়গায় দাড়িয়ে সালাত আদায় করতে পারবে।
(খ) প্রথম কাতারের মধ্যে আবার ডান পাশের অংশ উত্তম। (আবু দাউদ: ৬১৫)
(গ) ইমামের ডানে ও বামে লোকসংখ্যা সমান সমান হওয়া উত্তম।
(ঘ) যারা প্রথম কাতার থেকে পেছনে সরে আসতে থাকে তাদেরকে জাহান্নামে আটকে রাখা হবে এবং সবার শেষে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দেবেন।