ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
রাহে বেলায়াত চতুর্থ অধ্যায় - বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু’আ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
কঠিন কর্মকে সহজ করার দু‘আ
যিকর নং ১৭৩ : কঠিন কর্মকে সহজ করার দু‘আ
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا
উচ্চারণঃ আল্লা-হুম্মা, লা- সাহলা ইল্লা- মা- জা‘আলতাহূ সাহলান। ওয়া আনতাইন শিয়্তা জা'আলতাল হাযনা সাহলান।
অর্থঃ হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন।[1]
[1] সহীহ। সহীহ ইবনু হিব্বান ৩/২৫৫, আহাদীসুল মুখতারাহ ৫/৬২, ৬৩।