ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
مايقطع الصلاة যা ছলাত ভঙ্গ করে

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ

يقطع صلاة الرجل إذا لم يكن بين يديه كآخرة الرحل : المرأة (الحائض) والحمار والكلب الأسود قال أبو ذر : قلت يارسول الله ! ما بال الأسود من الأحمر؟ فقال : الكلب الأسود شيطان

কোন ব্যক্তির সম্মুখে বাহনের পিছনের কাষ্ঠ খণ্ডের ন্যায় কিছু (সুতরা) না থাকলে (সাবালিকা) মহিলা[1], গাধা ও কাল কুকুরের অতিক্রমণ তার ছলাত ভঙ্গ করে ফেলে ।

আবু যর বলেন, আমি বললামঃ হে আল্লাহর রাসূল, লাল কুকুর ও কাল কুকুরের মধ্যে ব্যবধান হল কেন? তিনি বললেনঃ “কাল কুকুর হচ্ছে শয়ত্বান।[2]

[1] (الحائض) শব্দ দ্বারা সাবালিকা মহিলা উদ্দেশ্য। আর ছালাত ভঙ্গ বলতে বাতিল হওয়া উদ্দেশ্য; পক্ষান্তরে لا يقطع الصلاة شئ অর্থঃ কোন কিছুই ছালাত ভঙ্গ করেনা উক্ত হাদীছটি দুর্বল, আমি “তামামুল মিন্নাহ” কিতাবের ৩০৬ পৃষ্ঠায় ও অন্যান্য কিতাবে এর তথ্য তুলে ধরেছি।

[2] মুসলিম, আবু দাউদ, ইবনু খুযাইমাহ (১/৯৫/২), আরো দেখুন আমার স্বরচিত “কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা সম্পর্কে সাবধানবানী” ও “আহকামুল জানাইয ওয়া বিদাউহা” গ্রন্থদ্বয়।