ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
ইসলামী জীবন-ধারা সালামের আদব আবদুল হামীদ ফাইযী
যেখানে কিছু লোক ঘুমিয়ে এবং কিছু লোক জেগে আছে

যেখানে কিছু লোক ঘুমিয়ে এবং কিছু লোক জেগে আছে, সেখানে এমন শব্দে সালাম দিতে হবে, যাতে জাগ্রত ব্যক্তি সালাম শুনতে পায় এবং ঘুমন্ত ব্যক্তি জেগে না যায়। ইসলামী শরীয়তে এটি অন্যতম আদব। যাতে কারো কোন ক্ষতি ও ডিষ্টার্ব না হয়। এই আদব শিক্ষা দিয়েছেন আমাদের রাসুল (ﷺ)।[1]

[1]. মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২০৫৫