ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
হাদীসের নামে জালিয়াতি মৃত্যু, জানাযা, দুআ, যিকর ইত্যাদি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৫. নেককার মানুষদের পাশে কবর দেয়া
একটি প্রচলিত জাল হাদীসে বলা হয়েছে:
اِدْفَنُوْا مَوْتَاكُمْ وَسَطَ قَوْمٍ صَالِحِيْنَ فَإِنَّ الْمَيِّتَ يَتَأَذَّي بِجَارِ السُّوْءِ كَمَا يَتَأَذَّي الْحَيُّ بِجَارِ السُّوْءِ
‘‘তোমাদের মৃতদেরকে নেককার মানুষদের মাঝে দাফন করবে; কারণ জীবিত মানুষ যেমন খারাপ প্রতিবেশির দ্বারা কষ্ট পায়, মৃত মানুষও তেমনি খারাপ প্রতিবেশি দ্বারা কষ্ট পায়।’’
হাদীসটির সনদে মিথ্যাবাদি রাবী বিদ্যমান।[1]
[1] দাইলামী, আল-ফিরদাউস ১/১০২; ইবনুল জাওযী, আল-মাউদূ‘আত ২/৪১১-৪১২; যাহাবী, তারতীবুল মাউদূ‘আত, পৃ. ৩০৬; ইবনু হাজার, লিসানুল মীযান ৩/৯৯; সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ৫৩; ইবনু আর্রাক, তানযীহ ২/৩৭৩; আজলূনী, কাশফুল খাফা ১/৭৪; আলবানী, যায়ীফাহ ২/৩৮-৩৯, ৭৯-৮২।