ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
মুখতাসার যাদুল মা‘আদ অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
মসজিদে প্রবেশের সময় তিনি বলতেন

بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ اللّٰهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ اللّٰهُمَّ اغْفِرْلِيْ

‘‘আল্লাহর নামে প্রবেশ করছি, দুরূদ ও সালাম (শান্তি) বর্ষিত হোক আল্লাহর রসূুলের উপর ওযূর শুরুতে নাবী (ﷺ) শুধু বিসমিল্লাহ বলতেন। আর শেষে এই দু’আ পাঠ করতেন।

أَشْهدُ أَنْ لا إِله إِلاَّ اللَّه وحْدَه لا شَريكَ لهُ وأَشْهدُ أَنَّ مُحمَّدًا عبْدُهُ وَرسُولُه اللّٰهُمَّ اجْعلْني من التَّوَّابِينَ واجْعلْني مِنَ المُتَطَهِّرِينَ[1]

হে আল্লাহ! তোমার রহমতের দরজাসমুহ আমার জন্য খুলে দাও। হে আল্লাহ! আমার পাপরাশী ক্ষমা কর’’।

[1]. সহীহ আত-তিরমিযী, মাপ্র. হা/৫৫, ইফা. হা/৫৫, মাশা. হা/৫৫, সহীহ : আলবানী রহঃ)