ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়] জমিতে উৎপাদিত ফল ও ফসলের যাকাত শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন
জমিতে শস্যের পরিবর্তে মাছের চাষ করা হলে তার যাকাতের বিধান

কোন জমিতে শস্যের পরিবর্তে মাছের চাষ করলে মাছের ওশর বা যাকাত দিতে হবে না। কারণ মাছের কোন ওশর নেই। তবে মাছের চাষ যদি ব্যবসায় পরিণত হয়, তাহলে বছর শেষে মূলধন ও লভ্যাংশ হিসাব করে নিছাব পরিমাণ হলে তা থেকে শতকরা ২.৫ টাকা হারে যাকাত আদায় করতে হবে।