ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়] গৃহপালিত পশুর যাকাত শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন
মহিষের যাকাত আদায়ের হুকুম

মহিষ ও গরু একই জাতবিশিষ্ট পশু এতে সকল বিদ্বান ঐক্যমত পোষণ করেছেন। হাসান (রাঃ) বলেন, ‘মহিষ গরুর স্থলাভিষিক্ত’।[1] অতএব নিছাব পরিমাণ গরুর মালিকের উপর যেমন যাকাত ফরয, তেমনি নিছাব পরিমাণ মহিষের মালিকের উপরেও যাকাত ফরয। আর গরু ও মহিষের নিছাব একই।

[1]. মুছান্নাফ ইবনু আবী শায়বা, মির‘আত ৫/৮১ ‘কুরবানী’ অনুচ্ছেদ।