ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
দ্বীনী প্রশ্নোত্তর হজ্জ ও উমরা আবদুল হামীদ ফাইযী
আমি ইহরাম বেঁধে মীকাত পার হয়ে গেছি। তখন এক পরিচিত আমাকে মোবাইলে বললেন, আপনি আমার নামে বদল হজ্জ করুন, কিন্তু নিজের নামে নিয়ত করে অন্যের নামে পরিবর্তন করা যায় কি?
নিজের নামে হজ্জ বা উমরার নিয়ত করে ইহরাম বেঁধে মীকাত পার হয়ে পরে অন্যের নামে পরিবর্তন করা যায় না।৩৩৯ (ফাতাওয়া ইবনে উষাইমীন ২/৬৭৬)