ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
আমার চাকরি করার যোগ্যতা আছে, কিন্তু সার্টিফিকেট নেই। নকল সার্টিফিকেট বানিয়ে চাকরি নিতে পারি কি?
নকল সার্টিফিকেট শো করে চাকরি নেওয়া বৈধ নয়। কারণ তাতে রয়েছে মিথ্যা জালিয়াতি, ধোঁকাবাজি ও প্রতারণা। যার সবটাই হারাম। (ইবনে বাজ)
আল্লাহর রাসুল (সঃ) বলেন, “যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। ধোঁকা ও চালবাজি জাহান্নামে যাবে।” (ত্বাবারানীর, কাবির ও সাগির, ইবনে হিব্বান ৫৫৩৩, সহিহুল জামে ৬৪০৮ নং)