ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
চাকরি স্থলে অনেক সময় আমার এক সাথী আসতে পারে না। আমাকে অনুরোধ করলে আমি তার হয়ে হাজিরা খাতায় সই করে দেই। এটা মানবিক খিদমত মানা যাবে, নাকি এক প্রকার ধোঁকাবাজি ও খেয়ানত?

এটি মানবিক খিদমত নয়। এটি শয়তানি খিদমত। এই কাজে আপনার তিন প্রকার অন্যায় হয়। একঃ মিথ্যা জালিয়াতি। দুইঃ কর্তৃপক্ষ এর খেয়ানত ও তার সাথে ধোঁকাবাজি। তিনঃ ওপরের বাতিল উপায়ে মাল ভক্ষণের সহযোগিতা করা। আর প্রত্যেকটি পাপই হল বিশাল। (ইবনে উসাইমিন)