ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
সরকারি সুবিধা ভোগ করতে অফিসারদেরকে ঘুস দেওয়া বৈধ কি?
ঘুস দেওয়া নেওয়া একটি সামাজিক ব্যাধি। এর অর্থ হালাল নয়। মহান আল্লাহ এ কাজে নিষেধ করে বলেছেন,
“তোমরা নিজেদের মধ্যে একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দাংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদেশ্যে বিচারকগণকে ঘুস দিও না।” (বাকারাহঃ ১১৮)
ঘুস দাতা যদি ঘুস দিতে বাধ্য না হয় তাহলে সেও সমান পাপী। মাঝের যোগাযোগ কারিও পাপী। মহান আল্লাহ বলেছেন, “সৎ কাজ ও আত্নসংযমে তোমরা পরস্পর সহযোগিতা কর এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অতি কঠোর। (মায়িদাহঃ ২)
ঘুসের নানা রকম অপকারিতা আছে।(‘হারাম রুযী ও রোজগার দ্রঃ )