ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৪৪. ফজরের ওয়াক্ত হয়নি মনে করে ফজর শুরু হওয়ার পর পানাহার করল, এমনিভাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে অস্ত যাওয়ার আগেই ইফতার করে ফেলল- এ সিয়াম কি শুদ্ধ হবে?

হ্যা, শুদ্ধ হবে এ জন্য যে, এটি তার অজানা ও অজ্ঞতাবশতঃ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন,

“ভুলক্রমে কোন কিছু করে ফেললে এতে কোন গুনাহ হবে না। তবে জেনে-শুনে ইচ্ছাকৃতভাবে কোন অপরাধ করলে অবশ্যই এতে গুনাহ হবে। আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল ও মেহেরবান।” (সূরা ৩৩; আহযাব ৫)।