ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
২.৩৭ খুৎবার সময় নিষিদ্ধ কাজ - ১৬১. খুৎবা চলাকালীন কী কী কাজ নিষিদ্ধ?

(ক) কথাবার্তা বলা, (খ) সালাম দেওয়া, (গ) সালামের উত্তর দেওয়া, (ঘ) হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে এর জবাব দেওয়া, (ঙ) এমনকি আপত্তিকর কাজে বাধা দেওয়া, (চ) কেউ কথা বললে তাকে চুপ করতে বলা, (ছ) কোন কিছু নড়াচড়া করা, (জ) অনর্থক কর্ম করা, (ঝ) দুই হাঁটু খাড়া করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বসা ইত্যাদি।