ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৩৮. জামা'আতে শরীক না হওয়ার উযরগুলো কী কী?
উযর হলো- ভয়ভীতিকর অবস্থা ও এমন রোগাক্রান্ত থাকা, যা সালাতে হাজির হতে অক্ষম বানিয়ে দেয়। তাছাড়া প্রচণ্ড শীত ও বৃষ্টি হলে (বুখারী: ৬৬৪, ৬৬৬; ইফা ৬৩১, ৬৩৩; আধুনিক: ৬২৪, ৬২৬)। এরূপ উযর থাকলে জুমু'আও মাফ হয়ে যায়।