ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৬০. মিস্ওয়াকের জন্য গাছের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত?
একদল ফকীহ মিস্ওয়াকের জন্য গাছের মধ্যে নিম্নবর্ণিত ৩টি বৈশিষ্ট্য থাকাকে মুস্তাহাব বলেছেন। আর তা হলো:
ক. মিসওয়াকটি হওয়া উচিত এমন ধরনের ডালা বা শিকড় থেকে যা হবে নরম ও সিক্ত। কারণ এটি শক্ত হলে দাঁতের মাড়ি ক্ষত-বিক্ষত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
খ. এটি এমন গাছ থেকে না হওয়া, যা মুখকে রঙিন করে ফেলবে ।
গ. গাছটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় তা নিশ্চিত হওয়া।