ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৪০. দাড়িবিহীন লোকের ইমামতিতে নামায আদায় জায়েয হবে কি না?
তার পেছনে সালাত আদায় জায়েয । যে কোন ফাসিক, ফাজের ও গোনাহগার লোকের ইমামতিতে নামায পড়া জায়েয আছে, যদি সে কাফির না হয়। যাদের পেছনে সালাত আদায় শুদ্ধ হবে না- কাদিয়ানী, নাস্তিক, কমিউনিস্ট, সমাজতন্ত্রী, ইসলামের বিরুদ্ধাচরণকারী এবং ইসলামকে যারা গালি দেয়। তারা ব্যতীত অন্য ধরনের যে কোন গোনাহগার ব্যক্তি, নেতা বা শাসকের ইমামতিতে সালাত আদায় জায়েয আছে।