ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৫৭. কারোর দেয়ালে তার প্রতিবেশীকে কোন কিছু গাড়তে নিষেধ করা

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يَمْنَعْ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِيْ جِدَارِهِ

‘‘কোন প্রতিবেশী যেন তার কোন প্রতিবেশীকে তার নিজের দেয়ালে (প্রয়োজনবশত) কোন কাঠের টুকরো অথবা অন্য কোন কিছু গাড়তে নিষেধ না কওে’’।[1]

[1] (বুখারী, হাদীস ২৪৬৩)