ছ. যিকরের জন্য আদব - (৭) যিকর রত অবস্থায় বিভিন্ন কর্ম
ইমাম নববী, ইমাম ইবনুল জাযারী প্রমুখ উল্লেখ করেছেন যে, যিকর রত অবস্থায় যদি যাকিরকে কেউ সালাম প্রদান করে, তাহলে তিনি সালামের উত্তর প্রদান করে আবার যিকরে রত হবেন। যদি তাঁর নিকট কেউ হাঁচি দিয়ে ‘আল-‘হামদু লিল্লাহ’ বলেন, তাহলে তিনি তার জওয়াবে ‘ইয়ারহামু কাল্লাহ’ বলে পুনরায় যিকরে মনোনিবেশ করবেন। যাকির যিকর রত অবস্থায় আযান শুরু হলে, তিনি আযানের কথাগুলি বলে মুয়াযযিনের জওয়াব প্রদানের পরে যিকরে রত হবেন। যিকর রত অবস্থায় কোনো অন্যায়, ইসলাম বিরোধী বা অনৈতিক কাজ দেখলে তিনি তার প্রতিবাদ করবেন, কোনো ভালো কর্মে নির্দেশনার সুযোগ আসলে তা পালন করবেন, কেউ উপদেশ বা পরামর্শ চাইলে তা প্রদান করবেন, এরপর আবার যিকরে রত হবেন। অনুরূপভাবে ঘুম আসলে বা খুব ক্লান্ত হয়ে পড়লে কিছুক্ষণ বিশ্রাম করে আবার যিকর শুরু করবেন।[1]
[1] নাবাবী, আল-আযকার, পৃ. ৩৫, ইবনুল জাযারী, শাওকানী, তুহফাতুয যাকিরীন ফী হিসনীল হাসীন পৃ. ৩২-৩৩।