হাদীসের নামে জালিয়াতি বয়সের ফযীলত ও বয়স্কের সম্মান ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. পাকাচুল বৃদ্ধ ও বৃদ্ধার শাস্তি মাফ

এ জাতীয় অন্য একটি বানোয়াট কথা: আল্লাহ বলেন,

إِنِّيْ لأَسْتَحْيِيْ مِنْ عَبْدِيْ وَأَمَتِيْ يَشِيْبُ رَأْسُهُمَا... فِيْ الإِسْلاَمِ ثُمَّ أُعَذِّبُهُمَا فِيْ النَّارِ بَعْدَ ذَلِكَ

‘‘আমি লজ্জা পাই যে, ইসলামের মধ্যে আমার বান্দা বা বান্দির চুল-দাড়ি পেকে যাওয়ার পরেও আমি তাদেরকে জাহান্নামে শাস্তি দেব।’’[1]

এ ধরনের অন্য একটি বানোয়াট কথা: ‘‘ইসলামের মধ্যে যার বয়স ৬০ বছর হলো, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিলেন।’’[2]

[1] প্রাগুক্ত, পৃ. ২০৪-২০৫।

[2] প্রাগুক্ত, পৃ. ২২৭।