(ক) মৃত্যু, জানাযা, যিয়ারত ইত্যাদি - ১. প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদতের মর্যাদা
আমাদের দেশের ওয়াযে ও পুস্তকে বহুল প্রচলিত একটি কথা:
يَكُوْنُ مَعَ الشُّهَدَاءِ مَنْ ذَكَرَ الْمَوْتَ كُلَّ يَوْمٍ عِشْرِيْنَ مَرَّةً
‘‘যে ব্যক্তি মৃত্যুকে প্রতিদিন বিশবার স্মরণ করবে সে শহীদগণের সঙ্গী হবে বা শহীদের মর্যাদা লাভ করবে।’’
মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, এটি সনদবিহীন বানোয়াট কথা।[1]
[1] তাহির পাটনী, তাযকিরা, পৃ. ২১৩; শওকানী, আল-ফাওয়াইদ ১/৩৩৬।