রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
অষ্টদশ অধ্যায়- যে দিনগুলিতে রোযা রাখা নিষিদ্ধ আবদুল হামীদ ফাইযী ১ টি
১। দুই ঈদের দিন
মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কোন হিকমত ও যুক্তির ফলে মুসলিমকে কতকগুলি দিনে রোযা রাখতে নিষেধ করেছেন। সেই দিনগুলি পরবর্তীতে আলোচিত হল।
সমস্ত উলামা এ ব্যাপারে একমত যে, উভয় ঈদের দিন রোযা রাখা হারাম। তাতে সে রোযা ফরয হোক; যেমন রমাযানের কাযা বা নযরের রোযা, অথবা নফল হোক। যেহেতু মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঐ দিনে রোযা রাখতে নিষেধ করেছেন।[1]
[1] (দ্রঃ বুখারী ১৯৯০, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৫, মুসলিম ৮২৭, ১১৩৭, ১১৩৮, ১১৪০)