২. মীকাতের আগে ইহরাম পরিধান করা
২. পুরুষ যাবতীয় সেলাইযুক্ত কাপড় (যেমন জামা, পাজামা, গেঞ্জী ইত্যাদি যা পোশাকের আকারে তৈরী) পরিধান করা থেকে বিরত থাকবে। একটি লুঙ্গি ও চাদর পরিধান করবে এবং তার মাথা খোলা রাখবে। তবে ইহরামের কাপড় দুটি সাদা ও পরিষ্কার হওয়া মুস্তাহাব।
তবে মহিলা তার সাধারণ পোশাকেই ইহরাম বাঁধবে, লক্ষ্য রাখবে যাতে কোনো প্রকার চাকচিক্য ও প্রসিদ্ধি লাভ করে এ রকম পোশাক না হয়।