মুমিনের দু‌‘আ দু‘আসমূহ ডা. মুহাম্মদ আবুবকর সিদ্দিক (সংকলক) ১ টি

খাওয়ার শুরুতে বলবে-

بِسْمِ اللهِ

‘আল্লাহর নামে’।

بسمِ اللهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

আর শুরুতে বলতে ভুলে গেলে বলবে-

بسمِ اللهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

‘এর শুরু ও শেষ আল্লাহর নামে’ (আবূ দাঊদ, হা/৩৭৬৭)।

এ ছাড়াও বলবে-

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْراً مِنْهُ

‘হে আল্লাহ, আপনি আমাদের জন্য এই খাদ্যে বরকত দিনদিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান’।


আর দুধ পান করার ক্ষেত্রে বলবে-:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

‘হে আল্লাহ, আপনি আমাদের জন্য এই খাদ্যে বরকত দিনদিন এবং আমাদের তা থেকে আরও বেশি দিন।” (তিরমিযী, হা/৩৪৫৫)।