আবু মূসা আল আশআরী (রা) বলেছেন, আমি একদিন দাঁত মাজা অবস্থায় রাসূলুল্লাহ (স)-কে দেখতে পেয়েছি । (বুখারী: ২৪৪)। অতএব, কেউ যদি মানুষের সম্মুখে মিসওয়াক করে তাতে দোষের কিছু নেই ।