আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কাজের নির্দেশ দিয়েছেন, যা প্রতিটি মানুষের স্বভাব ও অভ্যাসের সাথে ওঁতপ্রোতভাবে জড়িত। এগুলো ছিল সকল নবী-রাসূলদের সুন্নাত । এসব আমলের মধ্যে রয়েছে দীনী ও দুনিয়াবী কল্যাণ এবং শারীরিক সৌন্দর্য। শরী'আর পরিভাষায় এগুলোকে স্বভাবজাত সুন্নাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মিসওয়াক করা ।