ইমাম নববীর মতে, মোচ খাটো করে রাখা সুন্নাত। অপর একদল ফকীহ বলেছেন, এটা ওয়াজিব। আবার কেউ মোচ খাটো করে রাখাকে ফরযও বলেছেন। রাসূলুল্লাহ (স) বলেছেন,

“যে ব্যক্তি মোচ খাটো করে রাখবে না, সে আমার উম্মত নয়” (নাইলুল আউতার- ১/১৪৩)। তাছাড়া ৪০ দিনের বেশি সময় মোচ না কেটে রাখা জায়েয নয়। (মুসলিম: ২৫৮)