২১. পেশাব-পায়খানা থেকে পবিত্র হওয়ার পদ্ধতি কী?
পানি বা ঢিলা কুলুখ এ দুটোর যেকোন একটি দিয়ে পবিত্র হওয়া যায় । পানি দিয়ে ধৌত করে পবিত্র হওয়াকে বলা হয় ইস্তিঞ্জা । আর ঢিলাকুলুখ দিয়ে পবিত্র হওয়াকে বলা হয় ইস্তিজমার। শুধু ঢিলাকুলুখ ব্যবহার করেও পবিত্র হওয়া জায়েয ।