(২০) সালাম ফিরানোর পর সাথে সাথে উঠে যাওয়া
(২০) সালাম ফিরানোর পর সাথে সাথে উঠে যাওয়া :
উক্ত কাজ সুন্নাত বিরোধী এবং বদ অভ্যাস। দেশের প্রায় সব মসজিদেই উক্ত বাজে অভ্যাস চালু আছে। মুছল্লীরা সালাম ফিরানোর পরপরই তাড়াহুড়া করে উঠে যায়। অথচ এটা রাসূল (ছাঃ)-এর কাছে অপরাধযোগ্য। ওমর (রাঃ) একজনকে ঘাড় ধরে বসিয়ে দিলে রাসূল (ছাঃ) বলেন, ওমর তুমি ঠিক করেছ।[1]
[1]. আহমাদ হা/২৩১৭০; সিলসিলা ছহীহাহ হা/২৫৪৯।