অলী-আওলীদের নামে শপথঃ
অলী-আওলীয়ার নামে শপথ করা সুফী তরীকার লোকদের একটি সাধারণ ব্যাপার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনঃ
مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ
যে ব্যক্তি আল্লাহ্ ছাড়া অন্যের নামে শপথ করল সে শির্ক করল। (আবু দাউদ)
* আমাদের সমাজে অনেককেই দেখা যায়, মায়ের নামে, বাবার নামে, সন্তানের নামে বা চোখে হাত, মাথায় হাত দিয়ে কসম ইত্যাদি করে থাকে। এগুলি সম্পূর্ণ শিরক। [বাংলা হাদিস]
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে