বদনজরের শরয়ী চিকিৎসা কি?
শরয়ী ঝাড়ফুঁক অথবা গোসল। যার চোখ দ্বারা বদনজর লেগেছে বলে মনে হয়, তকে অনুরোধ করে তার ওজু বা গোসল করা পানি দিয়ে রোগীকে গোসল করানো। তাতে বদনজর ভালো হয়ে যায়। (ইবনে মাজাহ ৩৫০৯, মিশকাত ৪৫৬২ নং)