৬৬
আল-মুহীত المحيط
অর্থঃ পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী
✸ Al-Muhit
- The Encompassing
- Ocean
- The Encompassing
- Ocean
আল-মুহীত (পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী)[1]
আল-মুহীত তথা তিনি ইলম, কুদরত, রহমত ও ক্ষমতায় সব কিছু পরিবেষ্টনকারী।[2]
[1] আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا١٢٦﴾ [النساء : ١٢٦]
“আর আল্লাহ সবকিছুকে পরিবেষ্টনকারী।” [সূরা আন-নিসা, আয়াত: ১২৬]
[2] আত-তাফসীর, ৫/৬২৫।