৯১ সূরাঃ আশ-শামস | Ash-Shams | سورة الشمس - আয়াতঃ ৯
৯১:৯ قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىهَا ۪ۙ﴿۹﴾
قد افلح من زکىها ۙ۹

নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে। আল-বায়ান

সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। তাইসিরুল

সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে। মুজিবুর রহমান

He has succeeded who purifies it, Sahih International

৯. সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।

-

তাফসীরে জাকারিয়া

৯। সে সফলকাম হবে, যে তাকে পরিশুদ্ধ করবে। [1]

[1] অর্থাৎ, যে আত্মাকে শিরক, অবাধ্যতা থেকে এবং চারিত্রিক অশ্লীলতা থেকে পবিত্র করবে, সে পরকালে সফলতা ও মুক্তি লাভ করবে।

তাফসীরে আহসানুল বায়ান