৮১ সূরাঃ আত-তাকভীর | At-Takwir | سورة التكوير - আয়াতঃ ২৫
৮১:২৫ وَ مَا هُوَ بِقَوۡلِ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ ﴿ۙ۲۵﴾
و ما هو بقول شیطن رجیم ﴿۲۵﴾

আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়। আল-বায়ান

আর তা কোন অভিশপ্ত শয়ত্বানের বাণী নয়। তাইসিরুল

এবং ইহা অভিশপ্ত শাইতানের বাক্য নয়। মুজিবুর রহমান

And the Qur'an is not the word of a devil, expelled [from the heavens]. Sahih International

২৫. আর এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

-

তাফসীরে জাকারিয়া

২৫। এবং এ (কুরআন) বিতাড়িত শয়তানের কথা নয়। [1]

[1] যেমন, জ্যোতিষীদের নিকট শয়তান আসে এবং আসমানের কিছু চুরি করে শোনা গোপন কথা অসম্পূর্ণভাবে তাকে বলে দেয়। কুরআন কিন্তু এরূপ নয়।

তাফসীরে আহসানুল বায়ান