৭৮:১২ وَّ بَنَیۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا ﴿ۙ۱۲﴾
و بنینا فوقكم سبعا شدادا ﴿۱۲﴾
আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ। আল-বায়ান
আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ। তাইসিরুল
আর নির্মাণ করেছি তোমাদের উর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ, মুজিবুর রহমান
And constructed above you seven strong [heavens] Sahih International
১২. আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ(১)
(১) সুস্থিত ও মজবুত বলা হয়েছে এ অর্থে যে, আকাশ তৈরি হয়েছে অত্যন্ত দৃঢ়-সংঘবদ্ধভাবে, তার মধ্যে সামান্যতম পরিবর্তনও কখনো হয় না, ধ্বংস হয় না, ফেটে যায় না। [তাবারী]
তাফসীরে জাকারিয়া১২। আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ।[1]
[1] এদের প্রতিটির মাঝে পাঁচ শত বছরের পথের দূরত্ব আছে। যা এসবের মজবুতি প্রমাণ করে।
তাফসীরে আহসানুল বায়ান