৭৫:১৫ وَّ لَوۡ اَلۡقٰی مَعَاذِیۡرَهٗ ﴿ؕ۱۵﴾
و لو القی معاذیرهٗ ﴿۱۵﴾
যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে। আল-বায়ান
যদিও সে নানান অজুহাত পেশ করে। তাইসিরুল
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। মুজিবুর রহমান
Even if he presents his excuses. Sahih International
১৫. যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
-
তাফসীরে জাকারিয়া(১৫) যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। [1]
[1] অর্থাৎ লড়াই করুক, ঝগড়া করুক, আর যত অপব্যাখ্যা করবে করুক; এ রকম করে তার না কোন লাভ হবে, আর না সে নিজ বিবেককে সন্তুষ্ট করতে পারবে।
তাফসীরে আহসানুল বায়ান