৭০:১৫ كَلَّا ؕ اِنَّهَا لَظٰی ﴿ۙ۱۵﴾
كلا انها لظی ﴿۱۵﴾
কখনো নয়! এটিতো লেলিহান আগুন। আল-বায়ান
না, কক্ষনো নয়, ওটা জ্বলন্ত অগ্নিশিখা, তাইসিরুল
না, কখনই নয়, ইহাতো লেলিহান অগ্নি – মুজিবুর রহমান
No! Indeed, it is the Flame [of Hell], Sahih International
১৫. কখনই নয়, নিশ্চয় এটা লেলিহান আগুন,
-
তাফসীরে জাকারিয়া(১৫) না, কখনই নয়! এটা তো লেলিহান অগ্নি।[1]
[1] অর্থাৎ, এটা হল জাহান্নাম। এখানে তার প্রখর উষ্ণতার কথা বর্ণিত হয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান