৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াতঃ ৬০
৫৩:৬০ وَ تَضۡحَكُوۡنَ وَ لَا تَبۡكُوۡنَ ﴿ۙ۶۰﴾
و تضحكون و لا تبكون ﴿۶۰﴾

আর হাসছ এবং কাঁদছ না? আল-বায়ান

আর হাসছ, কাঁদছ না? তাইসিরুল

এবং হাসি- ঠাট্টা করছ! ক্রন্দন করছনা? মুজিবুর রহমান

And you laugh and do not weep Sahih International

৬০. আর হাসি-ঠাট্টা করছ! এবং কাঁদছ না!(১)

(১) (هَٰذَا الْحَدِيثِ) বলে কুরআন বোঝানো হয়েছে। [কুরতুবী] অর্থ এই যে, কুরআন স্বয়ং তোমাদের সামনে এসে গেছে। এ জন্যেও কি তোমরা আশ্চর্যবোধ করছ, উপহাসের ছলে হাস্য করছ এবং গোনাহ ও ত্রুটির কারণে ক্ৰন্দন করছ না? [মুয়াস্‌সার]

তাফসীরে জাকারিয়া

(৬০) এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না?

-

তাফসীরে আহসানুল বায়ান