৫২ সূরাঃ আত-তূর | At-Tur | سورة الطور - আয়াতঃ ৪১
৫২:৪১ اَمۡ عِنۡدَهُمُ الۡغَیۡبُ فَهُمۡ یَكۡتُبُوۡنَ ﴿ؕ۴۱﴾
ام عندهم الغیب فهم یكتبون ﴿۴۱﴾

নাকি তাদের কাছে আছে গায়েবের জ্ঞান, যা তারা লিখছে? আল-বায়ান

নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, আর তারা তা লিখছে? তাইসিরুল

না কি অদৃশ্য বিষয়ে তাদের কোন জ্ঞান আছে যে, তারা এই বিষয়ে কিছু লিখে? মুজিবুর রহমান

Or have they [knowledge of] the unseen, so they write [it] down? Sahih International

৪১. নাকি গায়েবী বিষয়ে তাদের কোন জ্ঞান আছে যে, তারা তা লিখছে?

-

তাফসীরে জাকারিয়া

(৪১) নাকি তাদের অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা লিখে রাখে?[1]

[1] যে, তাদের পূর্বে মুহাম্মাদ (সাঃ) অবশ্যই মারা যাবেন এবং তাদের মৃত্যু পরে আসবে।

তাফসীরে আহসানুল বায়ান