৫২:৩ فِیۡ رَقٍّ مَّنۡشُوۡرٍ ۙ﴿۳﴾
فی رق منشور ﴿۳﴾
উন্মুক্ত পাতায়। আল-বায়ান
খোলা পৃষ্ঠায়, তাইসিরুল
উন্মুক্ত পত্রে। মুজিবুর রহমান
In parchment spread open Sahih International
৩. উন্মুক্ত পাতায়(১);
(১) رق শব্দের আসল অর্থ লেখার জন্যে কাগজের স্থলে ব্যবহৃত পাতলা চামড়া। তাই এর অনুবাদ করা হয় পত্র। [ফাতহুল কাদীর]
তাফসীরে জাকারিয়া(৩) উন্মুক্ত পত্রে, [1]
[1] এটির সম্পর্ক হল مَسْطُوْرٍ এর সাথে। رَقٍّ সেই পাতলা চামড়া, যার উপর লেখা হত। আর مَنْثوُرٍ অর্থ হল مَبْسُوْطٍ তথা উন্মুক্ত বা বিস্তৃত।
তাফসীরে আহসানুল বায়ান