১২ সূরাঃ ইউসুফ | Yusuf | سورة يوسف - আয়াতঃ ৭১
১২:৭১ قَالُوۡا وَ اَقۡبَلُوۡا عَلَیۡهِمۡ مَّا ذَا تَفۡقِدُوۡنَ ﴿۷۱﴾
قالوا و اقبلوا علیهم ما ذا تفقدون ﴿۷۱﴾

তারা ওদের দিকে ফিরে বলল, ‘তোমরা কী হারিয়েছ’? আল-বায়ান

তারা তাদের দিকে ফিরে বলল, ‘তোমাদের কী হারিয়েছে?’ তাইসিরুল

তারা তাদের দিকে ফিরে তাকাল এবং বললঃ তোমরা কি হারিয়েছ? মুজিবুর রহমান

They said while approaching them, "What is it you are missing?" Sahih International

৭১. তারা ওদের দিকে চেয়ে বলল, তোমরা কী হারিয়েছ?(১)

(১) অর্থাৎ ইউসুফ-ভ্রাতাগণ ঘোষণাকারীদের দিকে মুখ ফিরিয়ে বললঃ তোমরা আমাদেরকে চোর বলছ। প্রথমে একথা আমাদের বল যে, তোমাদের কি বস্তু চুরি হয়েছে?

তাফসীরে জাকারিয়া

(৭১) তারা তাদের দিকে চেয়ে বলল, ‘তোমরা কি হারিয়েছ?’

-

তাফসীরে আহসানুল বায়ান