১০৯ সূরাঃ কাফিরুন | Al-Kafirun | سورة الكافرون - আয়াত নং - ১ - মাক্কী

১০৯ : ১ قُلۡ یٰۤاَیُّهَا الۡكٰفِرُوۡنَ ۙ﴿۱﴾

বল, ‘হে কাফিররা, আল-বায়ান

বল, ‘হে কাফিররা!’ তাইসিরুল

বলঃ হে কাফিরেরা! মুজিবুর রহমান

Say, "O disbelievers, Sahih International

১. বলুন, হে কাফিররা!

-

তাফসীরে জাকারিয়া

১। বল, হে কাফের দল! [1]

[1] الكَافِرون শব্দে ال কে জিনস (শ্রেণী) বুঝাতে ব্যবহার করা হয়েছে। তবে এখানে শুধুমাত্র ঐ সমস্ত কাফেরদেরকে বিশেষভাবে বুঝানো হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ জানতেন যে, তাদের মৃত্যু কুফর ও শিরকের অবস্থাতেই ঘটবে। কেননা, এ সূরাটি অবতীর্ণ হওয়ার পর কিছু সংখ্যক মুশরিক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর ইবাদত করেছিল। (ফাতহুল ক্বাদীর)

তাফসীরে আহসানুল বায়ান