লগইন করুন
৯১ সূরাঃ আশ-শামস | Ash-Shams | سورة الشمس - আয়াত নং - ৭ - মাক্কী
কসম নাফ্সের এবং যিনি তা সুসম করেছেন। আল-বায়ান
শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন, তাইসিরুল
শপথ মানুষের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন। মুজিবুর রহমান
And [by] the soul and He who proportioned it Sahih International
৭. শপথ নফসের(১) এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার(২),
(১) এখানে মূলে نفس শব্দটি বলা হয়েছে। নাফস শব্দটি দ্বারা যেকোনো প্রাণীর নাফস বা আত্মা উদ্দেশ্য হতে পারে, আবার জবাবদিহি করতে বাধ্য মানুষের নফসও উদ্দেশ্য হতে পারে। [সা’দী]
(২) এখানেও দু' রকম অর্থ হতে পারে। একটি হলো, শপথ নফসের এবং তার, যিনি সেটাকে সুবিন্যস্ত করেছেন। আরেকটি হলো, শপথ মানুষের প্রাণের এবং তা সুবিন্যস্ত করার। এখানে سَوَّاهَا মানে হচ্ছে, নাফসকে তিনি সুপরিকল্পিতভাবে ও সুবিন্যস্তভাবে তৈরি করেছেন। [কুরতুবী] এছাড়া “সুবিন্যস্ত করার” মধ্যে এ অর্থও রয়েছে যে, তাকে জন্মগতভাবে সহজ সরল প্রকৃতির উপর সৃষ্টি করেছেন। [ইবন কাসীর]
তাফসীরে জাকারিয়া৭। শপথ আত্মার এবং তার সুঠাম গঠনের। [1]
[1] অথবা যিনি তাকে সুঠাম বানিয়েছেন। তাকে সুঠাম বানিয়েছেন অর্থ হল তাকে অঙ্গ-প্রত্যঙ্গের উপযুক্ত বানিয়েছেন। তাকে বিশ্রী বা বেঢঙ্গের বানাননি।
তাফসীরে আহসানুল বায়ান