কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াত নং - ১৩ - মাক্কী
৮০ : ১৩ فِیۡ صُحُفٍ مُّكَرَّمَۃٍ ﴿ۙ۱۳﴾
এটা আছে সম্মানিত সহীফাসমূহে।* আল-বায়ান
(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে তাইসিরুল
ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে (লিখিত) – মুজিবুর রহমান
[It is recorded] in honored sheets, Sahih International
*অর্থাৎ লওহে মাহফুজে।
১৩. এটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে
-
তাফসীরে জাকারিয়া১৩। সম্মানিত পত্রসমূহে (লওহে মাহফূযে তা লিপিবদ্ধ আছে)। [1]
[1] অর্থাৎ, লওহে মাহ্ফূযে সংরক্ষিত আছে। কেননা, সেখান হতেই কুরআন অবতীর্ণ হয়েছে। অথবা এর মর্মার্থ এই যে, এই সহীফা আল্লাহর নিকটে বড় মর্যাদাপূর্ণ বস্তু। কেননা, তা প্রজ্ঞা ও জ্ঞানে ভরপুর।
তাফসীরে আহসানুল বায়ান