৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ৪৩ - মাক্কী

৭৯ : ৪৩ فِیۡمَ اَنۡتَ مِنۡ ذِكۡرٰىهَا ﴿ؕ۴۳﴾

তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে? আল-বায়ান

এর আলোচনার সাথে তোমার কী সম্পর্ক? তাইসিরুল

এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক? মুজিবুর রহমান

In what [position] are you that you should mention it? Sahih International

৪৩. তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?

-

তাফসীরে জাকারিয়া

৪৩। এ ব্যাপারে তোমার কি বলার আছে? [1]

[1] অর্থাৎ, এ ব্যাপারে সুনিশ্চিত ইলম (জ্ঞান) তোমার নেই। সুতরাং তোমার এ ব্যাপারে বয়ান করার কি আছে? এর সুনিশ্চিত জ্ঞান তো কেবলমাত্র আল্লাহর নিকটই আছে।

তাফসীরে আহসানুল বায়ান