৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ৩৪ - মাক্কী

৭৯ : ৩৪ فَاِذَا جَآءَتِ الطَّآمَّۃُ الۡكُبۡرٰی ﴿۫ۖ۳۴﴾

অতঃপর যখন মহাপ্রলয় আসবে। আল-বায়ান

অতঃপর যখন মহাসংকট এসে যাবে। তাইসিরুল

অতঃপর যখন মহা সংকট উপস্থিত হবে, মুজিবুর রহমান

But when there comes the greatest Overwhelming Calamity - Sahih International

৩৪. অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে(১)

(১) এই মহাসংকট ও বিপর্যয় হচ্ছে কিয়ামত। এ-জন্য এখানে “আত-তাম্মাতুল কুবরা” শব্দ ব্যবহার করা হয়েছে। “তাম্মাহ” বলতে এমন ধরনের মহাবিপদ, বিপর্যয় ও সংকট বুঝায় যা সবকিছুর উপর ছেয়ে যায়। এরপর আবার তার সাথে “কুবরা” (মহা) শব্দ ব্যবহার করে একথা প্ৰকাশ করা হয়েছে যে সেই বিপদ, সংকট ও বিপর্যয় হবে অতি ভয়াবহ ও ব্যাপক। [দেখুন, কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

৩৪। অতঃপর যখন মহাসংকট (কিয়ামত) সমাগত হবে,

-

তাফসীরে আহসানুল বায়ান