কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৫ সূরাঃ আল-ক্বিয়ামাহ | Al-Qiyama | سورة القيامة - আয়াত নং - ৩০ - মাক্কী
৭৫ : ৩০ اِلٰی رَبِّكَ یَوۡمَئِذِۣ الۡمَسَاقُ ﴿ؕ۳۰﴾
সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে। আল-বায়ান
সেদিন (সব কিছুর) যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে। তাইসিরুল
সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে। মুজিবুর রহমান
To your Lord, that Day, will be the procession. Sahih International
৩০. সেদিন আপনার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
-
তাফসীরে জাকারিয়া(৩০) সেদিন তোমার প্রতিপালকের দিকেই যাত্রা হবে।
-
তাফসীরে আহসানুল বায়ান