কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াত নং - ৪৪ - মাক্কী
৬৯ : ৪৪ وَ لَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ ﴿ۙ۴۴﴾
যদি সে আমার নামে কোন মিথ্যা রচনা করত, আল-বায়ান
নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, তাইসিরুল
সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত – মুজিবুর রহমান
And if Muhammad had made up about Us some [false] sayings, Sahih International
৪৪. তিনি যদি আমাদের নামে কোন কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন,
-
তাফসীরে জাকারিয়া(৪৪) সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত।[1]
[1] অর্থাৎ, যদি নিজের তরফ থেকে বানিয়ে আমার প্রতি সম্বন্ধ করে দিত অথবা এতে কম-বেশী করত, তাহলে আমি সত্বর তাকে পাকড়াও করতাম এবং তাকে আমি ঢিল দিতাম না। যেমন, পরের আয়াতে সে কথা বলা হয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান