কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫২ সূরাঃ আত-তূর | At-Tur | سورة الطور - আয়াত নং - ৫ - মাক্কী
৫২ : ৫ وَ السَّقۡفِ الۡمَرۡفُوۡعِ ۙ﴿۵﴾
আর সমুন্নত আকাশের; আল-বায়ান
শপথ সুউচ্চ ছাদের, তাইসিরুল
শপথ সমুন্নত আকাশের, মুজিবুর রহমান
And [by] the heaven raised high Sahih International
৫. শপথ সমুন্নত ছাদের(১),
(১) সমুন্নত ছাদ বা উঁচু ছাদ অর্থ আসমান, যা পৃথিবীকে একটি গম্বুজের মত আচ্ছাদিত করে আছে বলে মনে হয়। [ফাতহুল কাদীর]
তাফসীরে জাকারিয়া(৫) শপথ সমুন্নত ছাদের, [1]
[1] এ থেকে আকাশ বুঝানো হয়েছে যা পৃথিবীর জন্য ছাদস্বরূপ। কুরআনের অন্যত্র এটাকে ‘সুরক্ষিত ছাদ’ বলা হয়েছে। {وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَهُمْ عَنْ آيَتِهَا مُعْرِصُوْنَ} سورة الأنبياء ৩২ কেউ কেউ এ থেকে আরশ বুঝিয়েছেন। যা সমস্ত সৃষ্টিকুলের জন্য ছাদ।
তাফসীরে আহসানুল বায়ান